ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪২২টি মোবাইল ফোন’সহ ০৪ জন’কে গ্রেফতার 

শরীফ গাজী : সিলেটের এসএমপি ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই, অবৈধ ও আইএমইআই পরিবর্তনকৃত ৪২২টি মোবাইল ফোন উদ্ধার করে এবং ০৪ (চার) জন’কে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮/১২/২০২৫খ্রিঃ মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা সাকিনস্থ তানভীরের বাসায় অভিযান পরিচালনা করে মোঃ সুজ্জাত (২৭), পিতা-সোলেমান মিয়া, মাতা-রোকসানা বেগম, সাং-চাইরগ্রাম, পোঃ-ঢাকি, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা-মমিনখোলা তানভীরের বাসা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর হেফাজত হতে ৩৮টি চোরাই-বৈধ কাগজপত্র বিহীন মোবাইল ফোন উদ্ধার করেন ও মোঃ সুজ্জাত (২৭) ‘কে আটক করেন।

একই দিনে ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী জৈনপুর সাকিনস্থ ব্লক-ডি, বাসা নং–০৪ এ অভিযান পরিচালনা করে মোঃ মোঃ আব্দুস শহিদ (৩৫), পিতা- নিল মিয়া, মাতা- মোছাঃ জায়েদা বেগম, সাং- ছনকাপন, থানা-মৌলভীবাজার, জেলা- মৌলভীবাজার বর্তমানে বাসা নং- ০৪, ব্লক-ডি, জৈনপুর, শিববাড়ী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট ও তার ভাতিজা  আকরাম আলী (২১), পিতা- আব্দুর রউফ, মাতা- নাছিমা বেগম, সাং-ছনকাপন, থানা- মৌলভীবাজার, জেলা- মৌলভীবাজার বর্তমানে বাসা নং- ০৪, ব্লক-ডি, জৈনপুর, শিববাড়ী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট‘কে আটক করেন। উক্ত বসতঘরের বিভিন্ন কক্ষ হতে ২৬টি মোবাইল ফোন, ০২টি পেনড্রাইভ, ০৮টি স্ক্রু-ড্রাইভার এবং ০১টি Nikon D5300 ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। আটককৃতদ্বয় জানায় যে, জব্দকৃত মালামালসমূহ চোরাই, তারা দীর্ঘদিন ধরে সিলেট  শহরসহ আশপাশ এলাকার অজ্ঞাতনামা চোরচক্রের নিকট হতে চোরাই মোবাইল ইলেকট্রনিক পন্য ক্রয় করে তা IMEI নম্বর পরির্বতন করে বন্দরবাজার সাকিনস্থ সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলার ‘তোহা টেলিকম’ (দোকান নং-১৫) এবং করিম উল্লাহ মার্কেটের ৩য় তলার ‘স্মার্টফোন গ্যালারী’ (দোকান নং-১১৯)সহ বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রয় করেছে।

আসামীদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ ১০.৩০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার সাকিনস্থ সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘তোহা টেলিকম’ নামীয় ১৫নং দোকানঘরে অভিযান পরিচালনা করে দোকানের ভিতর হতে ২০৪টি বৈধ কাগজপত্র বিহীন চোরাই মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৮,৩৫,০০০/- (আটাশ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা এবং চোরাই মোবাইল বিক্রয়লব্দ বিভিন্ন নোটের মোট ৯,৫২০/-টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন ১৪.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার সাকিনস্থ করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় অবস্থিত ‘স্মার্টফোন গ্যালারী’ নামীয় ১১৯নং দোকানঘরে অভিযান পরিচালনা করে দোকানের কর্মচারী ফারুক আহমদ (৩৪), পিতা- আব্দুল মান্নান, মাতা-শাহেদা খাতুন, সাং- পাইকোট, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লা, বর্তমানে শিবগঞ্জ, কিবরিয়া মিয়ার বাসার ভাড়াটিয়া (সাবেক ডিবি অফিসের পূর্বে), থানা- শাহপরাণ, জেলা- সিলেট এর উপস্থিতিতে ১৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার ও তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

 

উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুমরা থানার মামলা নং -১৬, তারিখ-১৯/১২/২০২৫খ্রিঃ,ধারা-৩৭৯/৩৮০/৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয় এবং  দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৭, তারিখ-১৯/১২/২০২৫খ্রিঃ ধারা-সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ১৭/(১)(খ),তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ৪১৩/৩৪ রুজু হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *