“টনক নড়া”

এগিয়ে যাচ্ছে বিশ্ব বাংলা
এগিয়ে যাচ্ছে দুনিয়া,
আমরা কেনো পড়িয়া রহিবো
নিন্দুকের চালে পড়িয়া ।

আমার যেজন ঘনিষ্ঠজন
কহিলেন হস্ত ধরিয়া,
হায় বিহারী দিতে হবে পাড়ি
স্বাধীন নোঙর তুলিয়া ।

নিন্দুক যেজন সব আবর্জন
ধুয়েমুছে সাফ করে,
তাহারেও মোরা বাসিবো ভালো
তাহারি মতহ করে ।

কিন্তু না মিশিবো-একসাথে না চলিব
রাখিবো না মনি কোঠায়,
গঙ্গাধারা বহে যাক যত
শিব ঠাকুরের জটায় । 

( বিহারী বাবুবিমান বিহারী বিশ্বাস)

 

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *