ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অকুতোভয় সৈনিক শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা চৌমুহনী পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আহমদ খান রোড পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিলের শুরুতে উপজেলার সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্র জমিয়তকে স্বাগত জানানো হলে ছাত্র জমিয়ত তা গ্রহণ করে এবং সম্মিলিতভাবে মিছিলে অংশগ্রহণ করে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আসাদুল হাবিব এবং ছাত্রনেতা শেখ আব্দুল্লাহ উসামা। বক্তারা অবিলম্বে শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারি আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ ও আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ, প্রচার সম্পাদক শামসুল হুদা মামুনসহ ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিশেষে উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাঈম আহমদের দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি সমাপ্ত হয়।বিজ্ঞপ্তি।
কমেন্ট

