সিলেটে একটি সার্বজনীন ইসলামি সাংস্কৃতিক ও দাওয়াহভিত্তিক সংগঠন “নুক্বাবা সেন্টার ফর কালচার অ্যান্ড দাওয়াহ –এর আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিলেট শহরস্থ আল এহতেশাম মিলনায়তনে সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এস. এম. সামছুল আলম চৌধুরী’র পরিচালনা অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী বলেন, নুক্বাবা কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং এটি একটি নিরপেক্ষ ও সার্বজনীন ইসলামি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। তিনি বলেন, সংস্কৃতি মানুষের চিন্তা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংস্কৃতির ভাষায় শুদ্ধতা, সৌন্দর্য ও দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই নুক্বাবার মূল লক্ষ্য। তিনি বলেন, নুক্বাবা সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও আধুনিক মিডিয়ার মাধ্যমে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করবে এবং তরুণ সমাজকে নৈতিক ও সামাজিকভাবে সচেতন করে গড়ে তুলতে কাজ করবে। একই সঙ্গে শরীয়তের সীমা ও ইসলামি নৈতিকতা রক্ষা করে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নুক্বাবার লক্ষ্য, উদ্দেশ্য ও নৈতিক অঙ্গীকারসমূহ তুলে ধরা হয় এবং একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতী মুহাম্মাদ আবু তাহের মিসবাহ। এতে নুক্বাবাকে বিভাজন ও রাজনীতিমুক্ত একটি কল্যাণমুখী সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নুক্বাবার এই উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক আখ্যা দিয়ে এর সার্বিক সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আল এহেতেশাম স্কুল এন্ড মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আলবাবুল হক চৌধুরী, হাফেজ মাওলানা হুসাইন আহমদ জুবায়ের, বখতিয়ার আহমদ সাকিব, যাকাওয়াত হোসাইন চৌধুরী পাশা, হাফেজ রায়হান আহমদ, হাফিজ রাজিবুল ইসলাম, সহ প্রমূখ সদস্য ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।


