মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে। আজ মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) দুপুরের সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজয়ের পতাকা মিছিলটি বের হয়ে রিকাবীবাজার পয়েন্ট হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। পরে মদন মোহন বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।

এসময় বিজয়ের পতাকা মিছিল ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দীন অপু, সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সুলেমান রাহাত ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস মাহফুজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইকরামুল হাসান বাপ্পী, যুগ্ম সম্পাদক নোমানুল হক সানি, শেখ মুহিন আল নাদিম, ছালিম উদ্দিন, সুজন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাহি উদ্দিন, দফতর সম্পাদক ছাব্বির আহমেদপ, প্রচার সম্পাদক রায়হান আহমেদ, সহ সাহিত্য  বিষয়ক সম্পাদক জামিল আহমেদ ,অন্যতম সদস্য সুলেমান আহমেদ , সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাধ্যমে দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব। তাই আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।   বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *