খন্দকার মুক্তাদিরের কাছে তাঁতীদলের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সদ্য ঘোষিত সিলেট মহানগর তাতী দলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক নেতৃবৃন্দ। সোমবার (১৫ ডিসেম্বর) তার নিজ বাসভবনে এই স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। এসময় আব্দুল গফফার সহ তাতীদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, পূর্বে অনুমোদিত সুপার ফাইভ কমিটি বহাল থাকা সত্ত্বেও কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই ফেসবুকের মাধ্যমে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে এবং বিতর্কিত ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতৃবৃন্দের অভিযোগ, এই আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলের নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও নিষ্ক্রিয় ব্যক্তিদের পুনরায় পদায়ন করায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপটে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলভিত্তিক, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে নতুন কমিটি গঠনের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *