ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিয়ানীবাজার উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা জমিয়ত কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে শাখার বিদায়ী সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল্লাহ।
সভায় নবনির্বাচিত সকল দায়িত্বশীল শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ইমরান হাসিব ও এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্র সমাজকে দ্বীনি আদর্শে গড়ে তোলা, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজারে বর্ণাঢ্য বিজয় র্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।
কমেন্ট

