কুশিঘাট বুরহানাবাদ এলাকার বিশিষ্ট মুরব্বী মরহুম মো. আব্দুন নুর এর তৃতীয় পুত্র আনোয়ার উদ্দিন বুরহানাবাদি বি.এ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ আছর কুশিঘাট বুরহান উদ্দিন মাজার জামিয়া মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আনোয়ার উদ্দিন বুরহানাবাদি বি.এ- হাজী আব্দুছ ছওার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, সাবেক স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জেনের হেলদ ইন্সপেক্টর, সিলেট জেলা মুসলিম লীগের সভাপতি, কেন্দ্রীয় মুসলিম লীগের সাগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের ইতিহাস ও ভূগোল ছিলটী নাগরী হরফ সহ সম্পাদক ও আনোয়ার লাইব্রেরি এন্ড পাবলিকেশনের মালিক। এছাড়াও তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসনেরে এমপি পদপ্রার্থী, সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক সিলেট ভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুল উপদেষ্টা কমিটি সদস্য এবং সিলেটের বিভিন্ন ঐতিহাসিক সংগঠনের সাথে জড়িত ছিলেন প্রবীণ হিতৈশী সংস্থা সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি


