৪ কোটি টাকায় মোস্তাফিজকে নিল কোহলির বেঙ্গালুরু, দল পেলেন তানজিমও

স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২৬ মিনি নিলাম সামনে রেখে ক্রিকেটভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। এই আবহে নিজের ইউটিউব চ্যানেলে একটি মক নিলামের আয়োজন করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ডিসেম্বর আবুধাবির এতিহাদ অ্যারেনায় মূল নিলামের আগে এই মক নিলাম ভক্তদের বাস্তব নিলামের স্বাদ দেয়।

এই মক নিলাম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ আনন্দের। দুই দিনের নিলামেই দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

প্রথম দিনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বড় আকর্ষণ ছিলেন মোস্তাফিজ। তার বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নেয় ৩ কোটি ৫০ লাখ রুপিতে, যা বাংলাদেশি অর্থে ৪ কোটি ৭২ লাখ টাকা।

দ্বিতীয় দিনে আসে আরেকটি সুখবর। গুজরাট টাইটান্স তরুণ অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে নেয় তার বেস প্রাইস ৭৫ লাখ রুপিতে। অনেক দলই এমন বোলিং অলরাউন্ডার খুঁজছে, যে শেষ দিকে ব্যাটও করতে পারে। তানজিমকে সেই দলে ভালো বিকল্প মনে করা হচ্ছে।

এই মক নিলামে মোট ৩৫৯ জন খেলোয়াড় ছিলেন তালিকায়। খালি ছিল ৭৭টি জায়গা। সবচেয়ে বড় দাম পান ক্যামেরন গ্রিন। তাকে নিতে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস দেয় ২১ কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায়। পরে তারা ১৮ কোটি ৫০ লাখ রুপিতে নেয় লিয়াম লিভিংস্টোনকে এবং ভেঙ্কটেশ আইয়ারকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে।

কয়েকজন পরিচিত নামও নজর কাড়েন। পৃথ্বি শকে কলকাতা নেয় ৫ কোটি ২৫ লাখ রুপিতে। আগের বড় নিলামে তিনি অবিক্রীত ছিলেন। রবি বিষ্ণোইকে নিতে আগ্রহ ছিল বেশি। অভিজ্ঞ স্পিনার খুঁজতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ তাকে নেয় ১০ কোটি ৫০ লাখ রুপিতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস বোলিং শক্তিশালী করতে মাথিসা পাথিরানাকে ৭ কোটি রুপিতে দলে নেয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *