না চাই তোমার প্রেম রাশি
পরতে না চাই প্রেম ফাঁসি,
না চাই রম্ভা উর্বশী।
চাই শুধু ঐ—–
আনন্দঘন উন্মুক্ত হাসি।
চাইনা তোমার বাগান ভরা
কয়েক গুচ্ছ রাশি রাশি ফুল,
চাই শুধু ঐ—–
একটি মাত্র ফুল,
তা ও যদি দিতে নারো
ফুলরেণু দিয়ে যেয়ো।
(গৌরীশ দাস
কাছাড়,আসাম -ভারত)
কমেন্ট


