উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী দল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে গিয়ে মিলিত হয়। এর পূর্বে নগরীর রংমহল টাওয়ারের নিচে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর তাতী দলের আহ্বায়ক কয়েস আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক বেলাল পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সিনিয়র আহ্বায়ক মো. জসিম উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, রফিক উদ্দিন, আব্দুল হানিফ, জামাল উদ্দিন, বেলাল আহমদ, মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সোহেল, দিলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সামন, মাছুম আহমদ, শামীম আহমদ, সদস্য হেলাল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উসমান হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বক্তারা আরও বলেন, এ ধরনের হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না; বরং সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধ না হলে তাতী দলসহ সহযোগী সংগঠনগুলো রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *