শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব: ইউএনও খুশনুর রুবাইয়াৎ

সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াৎ বলেছেন, মানুষ মানুষের জন্য, এই চিরন্তন মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দান নয়, এটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ দায়িত্ববোধ থেকে সামান্য সহযোগিতাও করেন, তাহলে সমাজ আরও সুন্দর ও মানবিক হয়ে উঠবে। তিনি আরও বলেন, কফি ক্লাব ও কাস্টমারদের আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও সমাজ উন্নয়নমূলক কাজে তারা আরো সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্সে কফি ক্লাবের উদ্যোগে ও কাস্টমারদের সহযোগিতায় পক্ষকালব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কফি ক্লাবের কো ফাউন্ডার ও সিইও মো. শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলার প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, সিলেট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মদন মোহন কলেজের অধ্যাপক আমিরুজ্জামান চৌধুরী, প্রবাসী মো. আব্দুল মালিক, রোটারি ক্লাব অব রিজেন্সির পিপি রোটা: শ্যামল অধিকারী, প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার আনিসা বেগম। কাস্টমারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মো. আমিনুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাখনুন হাসান। এছাড়াও কফি ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে নগরীর বিভিন্ন মাদ্রাসার হাফেজ শিক্ষার্থী ও দুস্থ্যদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *