বাপুস নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় সভাপতি মোরশেদ আলম, সম্পাদক মিজান

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচনে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সভাপতি পদ ছাড়া প্রায় সবগুলো পদেই বিজয়ী হয়েছে ঐক্য পরিষদের প্রার্থীরা।
নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ মোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম।
এছাড়াও নব নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, মো. নেছাওর মিয়া, নুর উদ্দিন পুতুল, মো. মামুনুর রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, মো. মামুনুর রহমান মামুন, মো. আমিনুল ইসলাম, মিজান আহমদ, সদস্য মো. হেলাল আহমদ, মো. মাহবুবুর রহমান, জুবায়েল শিকদার, নাজমুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শিহাব উদ্দিন, মো. ফয়ছল হোসেন, মো. কামাল আহমদ, এম কে জামান নাসরি, মো. ইকবালুর রহমান খান, ফয়জুল হক, মো. আব্দুর রহমান।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বাপুস কেন্দ্রীয় পরিচালক মোঃ এম এ মুসা খান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট শাহিনুল ইসলাম ও এডভোকেট ইউসুফ খান। পাশাপাশি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় পরিচালক নেছার উদ্দিন আয়ুব এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট সৈয়দ কাওছার আহমদ ও মোঃ স্বপন আহম্মদ।
উল্লেখ্য, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *