দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় পৌর এলাকার একটি কনভেনশল হলে অনুষ্ঠিত গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এমরান বলেন- আজ খালেদা জিয়ার জন্য দল-মত নির্বিশেষ সারা দেশের মানুষ কাঁদছেন। আপসহীন এই নেত্রী শুধু একটি দলের নয়, পুরো দেশের। গণতন্ত্রের জন্য পুরোটা জীবন সংগ্রাম করে গেছেন তিনি। আমাদেরকে সেই আদর্শে বলিয়ান হতে হবে। সকল মতভেদ ভুলে দলের জন্য, ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে- একমাত্র ধানের শীষের বিজয়েই মিলবে কাক্সিক্ষত উন্নয়ন। সমৃদ্ধ হবে দেশ। স্বনির্ভর হবে জাতি। তাই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেও বিএনপির বিজয় ছাড়া গত্যন্তর নেই। বিজয়ী হলে বঞ্চিত সব এলাকার উন্নয়ন, দুই উপজেলায় শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ ও নতুন গ্যাস লাইনের সংযোগসহ জনসাধারণের ন্যায্য দাবিগুলো সর্বাগ্রে বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবো ইনশা আল্লাহ।
দেশবাসীর দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন বলে বক্তব্যে আশা ব্যক্ত করেন এমরান আহমদ চৌধুরী।
গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম রেকল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা শামসুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমদ ও শাহানুর আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মওদুদ চৌধুরী সুমন এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সল আহমদ খাঁন প্রমুখ।
এছাড়া শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক দিলাল আহমদ, সিলেট জেলা যুবদলের মৎস্য সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা যুবদল নেতা সুফিয়ান আহমদ খাঁন, সাহান আহমদ মুন্না, সাকিল আহমদ চৌধুরী, কামাল আহমদ, তাজেল আহমদসহ সদর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।


