বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের ২ বার নির্বাচিত জননন্দিত নেতা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
দলীয় সংবাদ সম্মেলনের পরপরই আরিফুল হক চৌধুরী , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলীয় নীতি নির্ধারনী মহল, সিলেট -৪ আসনের বিএনপির সকল স্তরের নেতাকর্মী এবং সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে এ ঘোষণা আমাকে ও সিলেট – ৪ আসনের সকল মানুষকে আনন্দিত করলেও এই মুহূর্তে আমি সহ আমার সকল নেতাকর্মী দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য চরম উদ্বিগন্ন, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। আমরা সবাই দলমত নির্বিশেষে আপোষহীন দেশনেত্রী বেগম জিয়ার জন্য দোয়া করছি। এই দেশের প্রতিটি মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য আল্লাহর দরবারে তাকিয়ে আছে। তিনি হচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ঐক্যে প্রতীক। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে বেগম জিয়ার কোন বিকল্প নেই।
আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনের সকল সম্মানিত জনসাধারণের প্রতি কোন ষড়যন্ত্রে পা না দেওয়ার আহবান জানিয়ে বলেন, “ইনশাআল্লাহ এবার আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করে কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর এই তিনটি উপজেলাকে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় মানে বাংলাদেশের বিজয় গণতন্ত্রের বিজয়। পিছিয়ে পড়া তিন উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। ধীনের শীষকে বিজয়ী করলে শুধুমাত্র এই জনপদের সত্যিকারের উন্নয়ন করা সম্ভব।
অতীতেও বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই এলাকাগুলোর উন্নয়ন হয়েছে। এই চিরবঞ্চিত সিলেট ০৪ কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুরের উন্নয়নের জন্য, ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোন বিকল্প নেই। আমাকে আপনারা সহযোগিতা করবেন এবং ১৮ কোটি মানুষের আশ্রয়ের ঠিকানা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”


