গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া : বদরুজ্জামান সেলিম

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, বেগম খালেদা জিয়া আজ শুধু একটি নাম নয়; একটি প্রতিষ্ঠান। একটি ইতিহাস। জাতির আশা-আকাঙ্খার একমাত্র নির্ভরযোগ্য ভরসার স্থল। জাতীয়তাবাদী শক্তির ঠিকানা। এখন তিনি দলমতনির্বিশেষে সবার নেতা। সবার গভীর শ্রদ্ধার পাত্র। জাতীয় মুরুব্বি, জাতির অভিভাবক। গণতন্ত্রের আঁধারের মাঝে আলো এনেছেন বেগম জিয়া।

তিনি আরও বলেন, তার অসুস্থতায় দেশে এখন জাতীয় ঐক্য তৈরি হয়েছে। তিনি তার রাজনৈতিক জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করে গেছেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন দেশ ও দেশের মানুষকে।
তিনি গতকাল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে হযরত শাহপরাণ (রহ.) এলাকায় হযরত শাহ্ আব্দুল মতিন (রহ.) কদ্রিছ শাহ্’র কন্যা শাহ্ মাজার শরীফে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শিরনী বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুমান আহমেদ রাজু, মহানগর যুবদল নেতা মেরাজ আহমদ চৌধুরী, জৈন্তা উপজেলা যুবদল নেতা ফরহাদ আহমদ ফাহাদ, তারেক আহমদ, ৩৩ নং ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক উপদেষ্টা গৌছ উদ্দিন, বিএনপি নেতা তামহিদ তিশাদ সুমন, ৩৩নং ওয়ার্ড পাড়া কমিটির সভাপতি আব্দুল হাই জুনেল,  বিএনপি নেতা খায়রুল ইসলাম, ছাত্রদলের নেতা তাওহীদুর রহমান ইমন, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আহমদ, যুবদল নেতা উসমান, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান, যুবদল নেতা মনছুর আহমদ, ছাত্রদল নেতা শেখ মাছুম আহমদ, যুবদল নেতা জাহেদ আহমদ।-বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *