আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর কুমারপাড়াস্থ আরিফুল হক চৌধুরীর নিজ বাসভবনে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমদ চমন, জুবায়ের আহমদ, ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুলু, জৈন্তাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, গোয়াইঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের প্রচার সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, মো. সাব্বির আহমদ, সেলিম আহমদ, আজমল হোসেন, আলী হায়দার সায়মন, নাসির উদ্দিন, জামিল আহমদ, আব্দুর রউফ দুলাল, নাজমুল হক ইয়াজুল, গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হাসান বুলবুল, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ হারুন, জি এম শফিক, সমছির আলী, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান হেলোয়ার, কামরুল ইসলাম, মাহবুব আলম সাজু, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাজন মিয়া, এমদাদুর রহমান ইমজাদ, বাবুল আহমদ, মোস্তাকিম আহমদ ফরহাদ, উসমান খাঁ, আব্দুল্লাহ আল মামুন, আরমান আহমদ, রায়সুল ইসলাম রাজন, আবুল আল হেলাল, আবুল হোসেন, ফরিদ উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ সহ যুবদলের অধীনস্থ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ বৈঠকে যুবদল নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেন নি। জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। আওয়ামী সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সিলেট-৪ আসনের জনগণ ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। নেতৃবৃন্দ বলেন, বিগত কয়েক বছরে সিলেট-৪ আসনের উন্নয়ন থেমে গেছে। মানুষের মৌলিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল।
তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই আসনের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হবে। বক্তারা যুবদলের প্রতিটি নেতৃবৃন্দকে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি এবং ভোটারদের কাছে ধানের শীষের প্রতীক তুলে ধরতে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা আহবান জানান। বিজ্ঞপ্তি


