লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট, দর্পণ টিভি ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক, লেখক ও কবি মো. রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ প্রকাশন অনুষ্ঠানের আয়োজন করে জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ এবং সার্জন টিভি।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রফিকুল ইসলাম ফেনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যক্ষ এম আতাউর রহমান পীর। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ড. মো. দিদার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থ বিপণী জসিম বুক হাউজের প্রকাশক ও স্বত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সাংবাদিক, লেখক ও কবি মো. রহমত আলী। অনুষ্ঠানে কবি মো. রহমত আলী রচিত ‘বিলাতের বৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য আমাদের মনের দুয়ার খুলে দেয়। সাহিত্যেও মাধ্যমে আমরা ইতিহাস ও মানুষের জীবনের গভীর সত্য সম্পর্কে অবগত হই। সাহিত্যের মাধ্যমে আমরা জটিল বিষয় সহজে বুঝতে পারি এবং এটি আমাদের আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। সাহিত্য সময়, সমাজ ও প্রজন্মের প্রতিচ্ছবি। তিনি বলেন, প্রবাস থেকে সাহিত্যচর্চা একদিকে যেমন মননের বিকাশ ঘটায়, অন্যদিকে আমাদের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে আগলে রাখে। কবি মো. রহমত আলী দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়ে আসছেন, তা সত্যিই অনুকরণীয়। তাঁর নতুন গ্রন্থ ‘বিলাতের বৃষ্টি’ শুধু কবিতার বই নয়—এটি প্রবাসজীবনের হাসি-কান্না, সংগ্রাম ও স্বপ্নের হৃদয়স্পর্শী দলিল। কবি রহমত আলী তার কবিতায় মানুষের জয়গান গেয়েছেন, বিশ^মানবের কল্যাণ সাধনের আকাক্সক্ষা ব্যক্ত করেছেন।
মোড়ক উন্মোচন শেষে সাংবাদিক হেপি জান্নাত এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক আবু সুফিয়ান চৌধুরী, লেখক রেজাউল করিম, কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জন, বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ খান, সমাজসেবক মাকসুদুর রহমান তালুকদার, কবি ও গল্পকার মাহফুজ জোহা, বিশিষ্ট লেখক জগলুল হক, কবি ও গীতিকার কুবাদ বখত, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবি ও নাট্যকার সুয়েজ হোসেন, কবি ও গল্পকার মকসুদ আহমদ লাল, সাব্বির আহমদ অপু, অনামিকা দেব, আলামীন আহমদ, নুরুন্নেছা আহমদ, রাজিয়া আক্তার, ফরহান আহমদ, নাহিদ আহমদ, তফজ্জুল হক সুমন, এনাম রহমান, সাংবাদিক ও লেখক শামসুল হক শামসু, ব্যবসায়ী শাহজাহান চৌধুরী, মফজ্জুল খান, আবুল কাশেম, লেখক ও গবেষক আবু সালেহ আহমদ, কবি রোকসানা বেগম, কবি ও শিক্ষক আখলাকুল আসপিয়া, সাংবাদিক শাহান উদ্দিন নাজু, কামাল খান, রুনা খান প্রমুখ। প্রকাশনা অনুষ্ঠানের শেষদিকে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রকাশন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. শফিকুর রহমান।
কবি মো. রহমত আলী’র ‘বিলাতের বৃষ্টি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
কমেন্ট
