কলমে নাই কালি
কি লিখি তোমায়,
বয়ে যায় মোর অশ্রুধারা
স্বেত কাগজখানায়।
অশ্রুসজল চোখ রাখি
স্মৃতিগুলো এলোমেলো,
কেবলই কাঁদায়
মম অন্তর আত্মায়।
তুমি তো পাথরসম
কঠোর হয়ে মূর্তিমান,
স্থাপিত নিস্তব্ধে নিরলে
মনের আঙ্গিনায়।
এখন,তুমিও নাই কালিও নাই
কি লিখি অজানা ঠিকানায়,
শ্রুতস্বিনী নদীর মতো
শুধু দুঃখ——–
বয়ে গেলো জীবনধারায়।
( গৌরীশ দাস
কাছাড়,আসাম -ভারত)
কমেন্ট


