১০০
যে দলের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে যাচ্ছেন, সেই আয়ারল্যান্ডের বিপক্ষেই মুশফিকুরের ব্যাটিং গড় সবচেয়ে ভালো। আইরিশদের বিপক্ষে আগের দুই টেস্টে ১০০ গড়ে ২০০ রান করেছেন তিনি। তিন ইনিংসে সেঞ্চুরি ও ফিফটি একটি করে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫.৮২ ব্যাটিং গড় শ্রীলংকার বিপক্ষে। বিপরীতে সর্বনিু ১৯.৫০ ব্যাটিং গড় আফগানিস্তানের বিপক্ষে।
১৬১৯
টেস্টে শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বেশি ১৬১৯ রান করেছেন মুশফিকুর। আর কোনো দলের বিপক্ষে নেই হাজার রান। দ্বিতীয় সর্বোচ্চ ৯০৫ রান জিম্বাবুয়ের বিপক্ষে। সবচেয়ে বেশি ১৯টি টেস্টও খেলেছেন শ্রীলংকার বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৩৪
৯৯ টেস্টের ৩৪টিতে অধিনায়ক ছিলেন মুশফিক। অধিনায়ক হিসাবে তার ব্যাটিং গড় ৪১.৪৪ ও শুধু খেলোয়াড় হিসাবে ৩৬.৩০। কিপার-ব্যাটার হিসাবে খেলা ৫৫ টেস্টে তার ব্যাটিং গড় ৩৭ ও শুধু ব্যাটার হিসাবে খেলা ৪৪ টেস্টে গড় ৩৯.৩৮
৮
দুই দশকের টেস্ট ক্যারিয়ারে আটজন অধিনায়কের নেতৃত্বে খেলেছেন মুশফিক। সবচেয়ে বেশি ১৭ টেস্টে তার অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর নেতৃত্বে তার ব্যাটিং গড় সবচেয়ে ভালো ৫৫.৭১।
২২
৯৯ টেস্টের ২২টি জিতেছেন, ১৪টি ড্র। হেরেছেন ৬৩ ম্যাচ। জেতা ম্যাচে ৫৪.০৩ ও ড্র ম্যাচে তার ব্যাটিং গড় ৬১.৭৫। হারা ম্যাচে গড় সবচেয়ে কম ৩০.৭৩
৪
টেস্টে ১১ প্রতিপক্ষের মধ্যে চারটি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে এখনো সেঞ্চুরির দেখা পাননি মুশফিকুর। টেস্টে তার ১২ সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ চারটি শ্রীলংকার বিপক্ষে। এছাড়া ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে এবং নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি করে সেঞ্চুরি আছে তার। সেঞ্চুরির মতো সর্বোচ্চ সাতটি ফিফটিও শ্রীলংকার বিপক্ষে।
৩৮.৭০
ক্যারিয়ারের প্রথম ৯৯ টেস্টের ৫৮টি দেশে ও ৪১টি বিদেশে খেলেছেন মুশফিক। বিস্ময়করভাবে দেশের (৩৭.৫৩) চেয়ে বিদেশে (৩৮.৭০) তার ব্যাটিং গড় বেশি। দেশে করেছেন ৩৬০৩ রান, বিদেশে ২৭৪৮। সেঞ্চুরি সমান ছয়টি করে। দেশের বাইরে সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলেছেন তিনি শ্রীলংকায়। সর্বোচ্চ ১০৮ ব্যাটিং গড় পাকিস্তানে।
৭৬৬
২১টি পঞ্জিকাবর্ষে টেস্ট খেলেছেন মুশফিক। এর মধ্যে ২০১৭ সালে আট টেস্টে সবচেয়ে বেশি ৭৬৬ রান করেন তিনি। আর কোনো বছরে ছুঁতে পারেননি ৫০০ রানের মাইলফলক। এক বছরে সর্বোচ্চ নয়টি টেস্ট খেলেছেন তিনি ২০০৮ সালে। তিন পঞ্জিকাবর্ষে (২০০৫, ২০০৬ ও ২০২০) খেলেছেন মাত্র একটি করে টেস্ট।
৪৬
টেস্টে চার ইনিংসের মধ্যে প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটিং গড় সর্বোচ্চ ৪৬। দ্বিতীয় ইনিংসে ৪৫.৫৫, তৃতীয় ইনিংসে ২৫.৭৩ ও চতুর্থ ইনিংসে তার ব্যাটিং গড় ৩৩.৮০।


