রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমজীবী মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় আমরা কিভাবে কাজ করবো তার যথাযত নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।
তিনি শনিবার (১৫ নভেম্বর) কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আয়োজক ৫ টি সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। সভাপতি বক্তব্য নজরুল ইসলাম মুনিম ধানের শীষের বিজয় নিশ্চিতে  সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
যুবনেতা নাজির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির মো. জাহাঙ্গীর খান, শামসুল ইসলাম ও ফয়েজ বক্স, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান সনি, বিএনপি নেতা মিহির আলী, আব্দুস সবুর জালাল, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার বাহার মিয়া, মো. সেন্টু মিয়া, লিটন আহমদ, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ সংস্থার সিজান আহমদ, রাসেল আহমদ,  কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেটের আইনুদ্দিন, মাহমুদ হোসেন ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *