ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ সম্প্রতি দৈনিক মুন্সিগঞ্জের বার্তা–এর সিরাজদিখান অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। পত্রিকার আমন্ত্রণে তাঁর এই আগমন উপলক্ষে অফিসজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

সাক্ষাৎকালে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা–র সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক আবু নাসের লিমন, সহকারী সাহিত্য সম্পাদক রমজান মাহমুদ, প্রতিনিধি শেখ আসলাম, আসাদুজ্জামান, মিলন, সিজান, রায়হান, আরিফুলসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অফিস ইনচার্জ আসিফ বাধন।

ছটকু আহমেদকে ঘিরে ফটোসেশন, সাক্ষাৎকার ও আড্ডায় জমে ওঠে পুরো পরিবেশ। তিনি পত্রিকার সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

ছটকু আহমেদ ১৯৪৬ সালের ৬ অক্টোবর মুন্সীগঞ্জ জেলার (তৎকালীন বিক্রমপুর) সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সাড়ে তিন শতাধিকের অধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। এর মধ্যে বেশ কিছু ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *