স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫” পেয়েছেন তরুণ সমাজকর্মী, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL – সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে “দৈনিক অভিযোগ বার্তা’র গৌরবময় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠানে তাঁকে এ পদক দেওয়া হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও খন্দকার আছিফুর রহমান তোতা, দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা সহ অন্যান্য অতিথিরা তাঁর হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন এবং মেডেল পরিয়ে দেন।
দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার সমাজকর্মী, সংগঠক ও রেডিও এক্টিভিস্ট। তিনি বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও নেপাল ও অন্যান্য রেডিও অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, শহর-বন্দর, বস্তি সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসচেতনতা তৈরী, উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ঠ যাবতীয় তথ্য তুলে ধরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ক্লাব থেকে বেতারের তথ্য সমাজে সরবরাহের মাধ্যমে সমাজকে সচেতন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন করে ঐ শক্তিকে সম্পদে রূপান্তর করতেই নেতৃত্ব দিচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে বিবেচনায় এনে স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা’র পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫” স্বীকৃতি প্রদান করা হয়।
দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার বাংলাদেশ মিডিয়ার সিইও এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, দৈনিক কালবেলা’র সাংবাদিক কাজল হাজরা, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা, অভিনেতা আমান রেজা, অভিনেত্রী ক্যামিলিয়া নিশান, সংগীত শিল্পী সোহেলী সুলতানা, মডেল নিগার দৌলা ও কণ্ঠশিল্পী এস এম শফি। জমকালো ও বর্ণাঢ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী সবুজ রয়।
অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি ও মডেলিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাংবাদিক, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পাঠক ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের মিলনমেলা। মডেল তারকাদের অংশগ্রহণে ফ্যাশন শো, সংগীত পরিবেশনা, নৃত্য এবং কেক কাটার মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *