মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জমকালো আয়োজনে বৃহস্পতিবার সকালে বাসাইল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বাসাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মীর উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, সমাজসেবক হাজী আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক স্মৃতি সংঘের পরিচালন আফরোজা পারভীন, সমাজসেবক হাজী মো. আ. সোবহান খান, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, সমাজসেবক মো. মান্নান শেখ (নান্নু) প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কমেন্ট
