সিলেট চেম্বারের নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদের দোয়া মাহফিল

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশায় মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল মাজার মসজিদে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতিখার রসুল সিহাব, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আহমদ, হুসেন আহমদ, তাহমিদ হোসেন জাবেদ, সাবুল আহমেদ, হাসান কেমিক্যালের কাওসার, ট্রাভেলস ব্যবসায়ী সেলিম, রেওয়াজনুল কিবরিয়া রেজা প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সকল এসোসিয়েট ও অর্ডিনারি শ্রেণীর পরিচালক পদপ্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে চেম্বারের নির্বাচন সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছে। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলে ব্যবসায়ী মহলে স্থিতিশীলতা ফিরে আসবে এবং সিলেটের বাণিজ্যিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
বক্তারা আরো বলেন, সিলেট অঞ্চলের শিল্প ও বাণিজ্য উন্নয়নে চেম্বারের কার্যকর ভূমিকা অপরিসীম। তাই নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চেম্বারের স্থবিরতা দূর করে বাণিজ্যিক অগ্রযাত্রাকে গতিশীল করতে হবে। তারা ব্যবসায়ী মহলে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দোয়া করেন— যেন অচিরেই নির্বাচন সম্পন্ন হয়ে একটি শক্তিশালী ও কার্যকর চেম্বার গঠিত হয়, যা সিলেট তথা সমগ্র দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *