গরিব, দুস্থ ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য:  আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি সবসময় জনগণের উন্নয়ন ও কল্যাণে জন্য কাজ করে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মূল লক্ষ্য। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। জাতির যেকোনো ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। গরিব, দুস্থ ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে রাজনীতি শুরু করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নে আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও একটি সুখী, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনই বিএনপির অঙ্গীকার।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। এখন সময় এসছে আমাদের প্রতিবাদ করার, সময় এসেছে সঠিক নেতৃত্ব বেছে নেওয়া এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার। দল-মত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ বিণির্মাণের লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
রবিবার (২ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বর মোকামবাজারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণ সংসযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, সাবেক দপ্তর সম্পাদক নিলু আহমেদ, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, সাবেক সভাপতি সুমেল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি ছাদিকুর রহমান ছাদেক, বদরুল ইসলাম, আব্দুল মন্নান, সহ সাংগঠনিক সাহেদ আহমদ, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, মিজানুর রহমান ইমন, রায়হান আহমেদ, অনিক আহমেদ, মারজান, ছাদিক আহমদ, ছাব্বির হোসেন রিফাত, তানভীর জাহান স্বপন, শ্রমিকদল নেতা রায়হান আহমেদ, রুবেল আহমদ, স্বেচ্ছাসেবকদল আহবায়ক রহমত আলী প্রমুখ। এছাড়াও গণ সংসযোগ ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *