জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের উদ্যোগে এক কর্মী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
জাগপার কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন।
যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুনের পরিচালনায় সভায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন জাগপা কেন্দ্রীয় নির্বাহী সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক, জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া, বক্তব্য রাখেন মহানগর জাগপা সহ সভাপতি পিয়ার হোসেন।
কর্মী সভা ও যোগদান অনুষ্ঠানে ইমাম হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মীরা জাগপায় যোগদান করেন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম জিতু, সৈয়দ নুর আহমদ জুনেদ, কাওসার আহমদ, জহুর আলম, আব্দুল বাছিত, আনোয়ার হোসেন আজিজুর রহমান, কামরুল ইসলাম, শাহীন আহমদ, আলী নুর, সামাদ আহমদ, হৃদয় আহমদ, আলী আহমদ, বিল্লাল হোসেন, ওলিউর রহমান, সজিবুর রহমান, অর্জয় রায়, বাদশা মিয়া, কামাল হোসেন, শরীফ উদ্দিন, সুহিন মিয়া, নাজমা বেগম, ইয়াসিন আহমদ, রুহুল আমিন, বাবুল মিয়া, নুর ইসলাম, সোহেল মিয়া, রুহান আহমদ প্রিতম, রঞ্জন দাস, আব্দুল মান্নান, হাবিবুর রহমান, নাজমুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগ রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী ও তাদের ধূসর ১৪ দল জাতীয় পার্টি-কে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়েছে। আগামীর নতুন বাংলাদেশের জাতীয় নির্বাচনে আর কোন স্বৈরাচার ও ফ্যাসিস্ট কে সুযোগ দেওয়া যাবে না। সেদিকে সবাই সচেতন থাকতে হবে। তিনি পিআরপদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন সহ ৭দফা দাবি বাস্তবায়ন করতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা জাগপার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর আদর্শ লালন করে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শ্রমজীবী নেতৃবৃন্দ জাগপায় যোগদান করায় যোগদানকারী কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, শফিউল আলম প্রধান ছিলেন মেহনতী জনতার ভাগ্য উন্নয়ন পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা এক বীরপুরুষ, আধিপত্যবাদ আগ্রাসন দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশে জাতির জন্য লড়াই প্রতিবাদ করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে। তাঁর আদর্শকে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। বিজ্ঞপ্তি
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের কর্মী সভা ও যোগদান অনুষ্ঠান
কমেন্ট
