খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মাছিমপুর প্রিমিয়ার লীগ ২০২৫ (সিজন -৫) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সিলেট নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দি এইড হাই স্কুল অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক
দীপাল কুমার সিংহ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের কমিটির সদস্য আব্বাস আহমদ, কয়েস আহমেদ, সমাজসেবক সঞ্জয় সিনহ ও তারেক আহমেদ, এমাদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের সদস্য সোহেল, ওয়াকিল, রিপন, মামুন, হাসান, আমিন, অমি, রিমন, হেলাল প্রমুখ। খেলা উদ্বোধন পূর্বে সিলেটের সিনিয়র সাংবাদিক দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক ও মাছিমপুর এলাকার কৃতি সন্তান মরহুম আবুল মোহাম্মদ এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
খেলায় অংশগ্রহণকারী দল হলো: মাছিমপুর ভিক্টোরিয়ান্স, মাছিমপুর সিক্সার্স, মাছিমপুর ব্লাক আর্মিজ, মাছিমপুর পাওয়ার হিটার্স, হান্টার ওয়ারিয়র্স, মাছিমপুর থান্ডার স্টাইকার্স, মাছিমপুর রয়াল এভেঞ্জার্স ও মাছিমপুর রাইজিং স্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক বন্ধনের এক অনন্য প্রতীক। আজকের তরুণ প্রজন্মকে মোবাইল বা সামাজিক মাধ্যমের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে মাঠে ফিরে আসতে হবে। ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলা আমাদের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও আত্মনিয়ন্ত্রিত হতে শেখায়। মাছিমপুর প্রিমিয়ার লীগ-এর মতো আয়োজন তরুণদের উৎসাহিত করে, তাদের স্বপ্ন দেখায়, একদিন তারা জাতীয় পর্যায়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *