নিজস্ব প্রতিবেদক: দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, উদ্যমী সংগঠক আশরাফ ইকবালের জন্মদিন আজ। পরিবেশবান্ধব ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করে দিনটি উদযাপন করা হয় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে।
কাজী হাসানের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন গজারিয়া তরুছায়া-এর আয়োজনে বুধবার দুপুরে গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট)-এর নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে অনুপ্রাণিত করা।
কার্যক্রমের সমন্বয়ক ছিলেন জিস্টের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মামুন শরীফ। তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারা মানে ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। এই উদ্যোগ আমাদের তরুণদের সবুজ ভাবনায় উদ্বুদ্ধ করবে।”


