দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: লেখক, সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও ব্লগার আশরাফ ইকবাল মুন্সিগঞ্জে চারণ সাংবাদিক হিসেবে জনপ্রিয়তা পান।

তিনি একজন বস্তুনিষ্ঠ, নিবেদিতপ্রাণ সাংবাদিক। এ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে সমস্যাজর্জরিত পিছিয়েপড়া দারিদ্র্যপীড়িত মানুষের দুঃখদুর্দশার কথা লিখেন। লিখেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা নিয়ে। ঘুণেধরা এ সমাজের তথাকথিত শিক্ষিত, স্বার্থপর, লোভী আর সুবিধাবাদী মানুষগুলোর বিচিত্র সব চরিত্র যার সবটা না হলেও কিছুটা তার লেখনীতে প্রকাশ পেয়েছে। মেধা, শ্রম আর নিষ্ঠার এক অনন্য প্রতীক আশরাফ ইকবাল। এছাড়াও তিনি মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তিত্ব, সংস্কৃতি, বাগান, গাছপালা, নদী নালা, রূপ বৈচিত্র্য, প্রাণ বৈচিত্র্য, পাখি, ফুল, ফল, ভেষজ, গুল্ম প্রকৃতি, পরিবেশ, লোক শিল্প, কুটির শিল্প প্রভৃতি বিষয়ে রিপোর্টের জন্য খ্যাতি লাভ করেন। মানুষকে সৎ হতে উৎসাহ এবং মন্দ কাজে বাধা দেয় তার লেখা।

২০০৫ সালে তিনি বিডিরিপোর্ট২৪ এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে দৈ‌নিক সংবাদের সংবাদদাতা থাকাকালীন আশরাফ ইকবাল গ্রাম-বাংলা ঘুরে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে দূর্নী‌তির বিরু‌দ্ধে রু‌খে দাড়া‌নোর সাহ‌সিকতা নি‌য়ে সংবাদ সংগ্রহ করতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশুনা করে দীর্ঘদিন মুন্সিগঞ্জের সাপ্তাহিক আমাদের বিক্রমপুরে বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সংকলন প্রভাতের সম্পাদক, মাসিক বিক্রমপুর’র ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি ‘এটিভিনিউজ২৪’ ও ‘ঝিকুটপত্র’ নামে দুটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার সম্পাদক। সম্প্রতি আশরাফ ইকবাল `দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ স্থানীয় দৈনিক পত্রিকা ও ঝিকুটপত্র ম্যাগাজিনের সম্পাদনা করছেন।

২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’ এর সদস্য হওয়ার মধ্য দিয়ে সংগঠনে কাজ করা শুরু করেন। পড়াশোনার পাশাপাশি সমাজে সাংস্কৃতিক আবহ গড়ে তোলার জন্য সাংস্কৃতিক কেন্দ্র ও সংগঠন গড়ে তোলেন।

তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন বিক্রমপুর চাঁদের হাট এর যুগ্ম-সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় সংগঠন Youth View এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী, সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জের সদস্য সচিব।

সংবাদ সংগ্রহের পাশাপাশি তি‌নি ফিচার, ছোটো গল্প, প্রবন্ধ ও ক্যারিয়ার গাইডলাইন লিখ‌তে পছন্দ ক‌রেন।

২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার হইচই বিভাগে ‘জীবন নিয়ে’ শিরোনামে একটি ছড়া প্রকাশিত হয়। পর্যায়ক্রমে মাসিক আলোর দীপ, মাসিক কিশোরকণ্ঠ, মাসিক আদর্শ নারী, সাপ্তাহিক সোনার বাংলা, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডি, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সংগ্রাম, দৈনিক ইনকিলাব, দৈনিক নবচেতনা, দৈনিক সংবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় গল্প, ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, ক্যারিয়ার গাইডলাইন, অনুবাদ বিষয়ে নিয়মিত লেখালেখি করছেন।

এছাড়া তিনি জাতীয় পর‌্যয়ে ব্লগার হিসেবে সুপরিচিত। সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি।

১৯৮৬ সালের ২৯ অ‌ক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপ‌জেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রা‌মে তিনি জন্মগ্রহণ করেন।

সুখ – দুখ , হাসি কান্না , জীবনের ভালােলাগা মুহুর্ত আর সকলের নিরন্তন ভালােবাসা নিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে – শুভ জন্মদিন । প্রতিটি দিন কাটুক ফুলের সুভাষে তারুন্যের উচ্ছ্বাসে । প্রতিষ্ঠিত হােক কর্মময় জীবন। একজন দক্ষ সংগঠক ও সমাজকর্মী হিসাবে আগামীতেও তার এ সাহসী পথচলা অব্যাহত থাকবে । তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন মানুষের শ্রদ্ধা ও ভালােবাসা নিয়ে । মানুষের সম্মানই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে । আরও বহু বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *