চারখাই বাগবাড়ী-পরগ্রামে হাফিজ মাওলানা ফখরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত

চারখাই ইউনিয়নের বাগবাড়ী-পরগ্রাম গ্রামবাসীর সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) বিকেলে বাগবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি কাজী বদরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মাওলানা শাহ আলম।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন,আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। আপনারা যদি দোয়া ও সহযোগিতা দেন, আমি এলাকার প্রতিটি মানুষকে নিয়ে উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার হাতে উন্নয়নের ১০ দফা বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে, যা শুধু কথার নয়,কাজের প্রতিশ্রুতি।
তিনি আরও বলেন,জনগণের ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের পাশে থাকলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।
এছাড়া, স্থানীয় বাসিন্দা জনাব আজমল হোসেন, জনাব ফজলু মিয়া, মাওলানা সাদিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জমিয়তের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফিজ আখতার হোসেন, মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা আবু সাঈদ।
বৈঠকে গ্রামের বিশিষ্ট মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সমাপনী পর্যায়ে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের খেজুরগাছ মার্কার পক্ষে ভোট ও সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। বিজ্ঞপ্তি।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *