দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের হেলিকপ্টার কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের সময় হেলিপ্যাডের ভারে একাংশ ভেঙে হেলিকপ্টার বেসামাল হয়ে যায় বলে খবর দিয়েছে দ্য হিন্দু।

তবে দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা সম্পদের ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত অংশ থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে স্টেডিয়ামটিকে হেলিকপ্টার অবতরণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। হেলিকপ্টারটি মূলত পাম্বার কাছে নীলক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন। রাষ্ট্রপতি নিরাপদেই রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। সেই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।

এই ঘটনার কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেছেন, কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি। তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *