এনসিপি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শ্রমিক উইং সংগঠক নির্বাচিত হলেন শিব্বির আহমদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শ্রমিক উইং সংগঠক নির্বাচিত হয়েছেন সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান, আগামী সংসদ সদস্য নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সম্ভাব্য সদস্য প্রার্থী শিব্বির আহমদ।
মঙ্গলবার (২১ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এনসিপি জাতীয় শ্রমিক শক্তির সভাপতি ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ দায়িত্ব তাঁর জীবনের একটি বড় অর্জন। সংগঠনের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে শ্রমিক অধিকার ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তাঁর অঙ্গীকার। এনসিপির নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *