শিকড়ের সন্ধ্যানে”গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন সম্পন্ন

সৈয়দপুর শামসিয়া সমিতির উদ্যোগে সৈয়দ হাবিবুর রহমান সম্পাদিত “শিকড়ের সন্ধ্যানে” গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর মঙ্গলবার লন্ডনে তাড়াতাড়ি রেস্টুরেন্টের হল রুমে বিলেতের প্রাচীনতম সংগঠন সৈয়দপুর শামসিয়া সমিতির উদ্যেগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও কবি আহমদ ময়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাক্তিত্ব মেয়র লুৎফুর রহমানের এসপেয়ার পার্টির সভাপতি এ কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদ, গবেষক ও বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক ফারুক আহমদ, শামসিয়া সমিতির সাবেক সভাপতি আহমদ কুতুব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শামসিয়া সমিতির সেক্রেটারী সৈয়দ সফর আলী ও ছড়াকার সৈয়দ হিলাল সাইফ। শিকড়ের সন্ধানে” গ্রন্থের লেখক সৈয়দ হাবিবুর রহমান অনভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন সাণ্ডারল্যাণ্ড কমিনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ খালিদ মিয়া ওলিদ, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, গীতি কবি ও গল্পকার সৈয়দ দুলাল, শামসিয়া সমিতির সাবেক সেক্রেটারী সৈয়দ রফিকুল হক দলা, লেখক আবু সুফিয়ান, ইনাথ নগর স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল আহাদ, শিল্পী আলাউর রহমান, জামান সৈয়দ নাসের, সৈয়দ হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ তামিম আহমদ, শেখ হাফিজ মোস্তাক আহমদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামসিয়া সমিতির উপদেষ্টা সৈয়দ আমিরুল ইসলাম আনা। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সমিতির উপদেষ্টা সৈয়দ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শামসিয়া সমিতির পক্ষ থেকে গ্রন্থের লেখক সৈয়দ হাবিবুর রহমানকে ফুল দিয়ে বরন করেন সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হকসহ সমিতির নেতৃবৃন্দ।
প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিকড়ের সন্ধানে” গ্রন্থটি কেবল আমাদের উত্তরপুরুষের কথাই বলেনি, এটি সময়ের আয়না হিসেবে নতুন প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে। বক্তারা, সৈয়দপুরের একটি লিখিত ডাটা তৈরি করার জন্য জোর দাবী জানিয়ে বলেন,আমরা চমৎকৃত হলাম এ ধরনের একটি বই পেয়ে।
বক্তারা লেখক সৈয়দ হাবিবুর রহমানের ভূমিকা পর্বের ভূয়শী প্রশংসা করে বলেন, তিনি নিখনীর মাধ্যমে অনেক সাহসের পরিচয় দিয়েছেন। শিকড়ের সন্ধ্যানে” গ্রন্থটির মধ্যে অনেক প্রশ্নের উত্তর যেমন রয়েছে, একই সঙ্গে নতুন প্রশ্নের জন্মও দেবে এই গ্রন্থ। এই বই পড়লে অনেক কিছু জানাবেন কারণ এটি বিভিন্ন প্রজন্মকে স্পর্শ করেছে। বক্তারা বলেন, সৈয়দপুরের মানুষ কেবল তাদের অঞ্চলের জন্য নয়  তাঁরা পুরো বাংলাদেশের গৌরব হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যহত রেখে দেশ- জাতী ও মানুষের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।
সভায় সভাপতির বক্তব্যে সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক  সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে এসে উৎসবকে সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *