মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হাসেম খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঝিকুট ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমির প্রাঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ফাউন্ডেশনের প্রতিনিধি দল শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজকল্যাণ ও মানবিক সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে সভাপতিকে অবহিত করেন। তারা জেলার তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরিকল্পনাও তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল এর নেতৃত্বে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলীর সদস্য নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, স্টাফ রিপোর্টার ও ফাউন্ডেশনের অফিস সম্পাদক আসিফ বাধন প্রমূখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *