এসেছিলে এবেলায় প্রিয়
এ ধরায় কত না স্বপ্ন দেখি,
স্বপ্নেরা সব প্রতিদিন
রঙীন রূপ ধরি
দেয় হানা জীবন ভরি।
হেলা ফেলায় জীবন তোমার
কতনা যতন করি
পাড়ি দিতে তুমি
একবারও ভাবলে না,
তোমার প্রিয়জনের
বেদনামাখা মনের কথা।
স্ত্রী পুত্র পরিজন,
কেউ তো তোমার নয়,
ভাই বন্ধু আছে যতো,
শুধু দু-চার দিনের মতো —
তুমি তো ছিলে,
চিরকালের মতো,
তবে—
কেনো ফেলে দিলে
পর মানুষের মতো।
(গৌরীশ দাস
কাছাড়,আসাম,-ভারত)
কমেন্ট


