ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে ইমজার শোক

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট বিভাগীয় সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক প্রশাসক এবং টিআইবি সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।
ক্লাবের সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু শনিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় বলেন- এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। জনাব ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ফারুক মাহমুদ চৌধুরী আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় বেলা পৌনে দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তাঁর কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন  কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তাঁর বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন।
ফারুক মাহমুদ চৌধুরীর লাশ নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *