বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে : খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। পরিবহন শ্রমিকরা রাস্তায় শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে হবে। সেই সঙ্গে মানুষের সেবা করতে হবে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সবার আগে আপনাদের যৌক্তিক দাবিগুলো পূরণে কাজ করব।
তিনি বলেন, আমাদের সবাইকে জনগণের পাশে থেকে নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য তাদের সেবক হয়ে কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) শাহী ঈদগাহ কার, লাইটেস ও সিএনজি শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহী ঈদগাহ কার, লাইটেস শাখার সভাপতি সামিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সুমন আহমদের পরিচালনায় মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক আলী আকবর রাজন, শাহী ঈদগাহ সিএনজি শ্রমিক ৭০৭ এর সাধারণ সম্পাদক বরকত আহমদসহ বৃহত্তর শাহী ঈদগাহ রেজি নং ১৪১৮ কার লেইট্রেস ও শাহী ঈদগাহ ৭০৭ সিএনজি শ্রমিকের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *