বিশ্বনাথে ওয়ার্ড বিএনপি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে মতবিনিময় সভা করেছেন ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টায় ৮নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী রইছ মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব মো.আশিকুর রহমান রানা এবং খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস সচিব গোলাম আকবরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর বড় ছেলে, সিলেট জেলা বিএনপি সদস্য ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, বিশ্বনাথ উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা আলা উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দ আহমদ, সামছুল ইসলাম, উপজেলা ছত্রদলে যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ শাকিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা মুক্তিযুদ্ধা দলের নেতা ধন মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা হাজী আব্দুস সুবহান, হাজী ফরিদ উদ্দিন, কুতুব উদ্দিন, রফিকুল ইসলাম, লালু মিয়া, মখবুল মিয়া, ফয়জুর রহমান, ফজর আলী, আব্দুল মন্নান, হারিছ মিয়া, তৈমুছ আলী, বাবুল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, মিন্টু মিয়া, আনোয়ার আলী, ইউনিয়ন স্বেছাসেবক দল নেতা হেলালুল ইসলাম, জুবেল আহমদ, লায়েছ আহমদ, দনাই মিয়া, ছাত্রদলের সহ সভাপতি খালেদ আহমদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব বলেন, এই অঞ্চলের মানুষ বিগত সময় আমার বাবা জননেতা এম ইলিয়াস আলী আপনাদের পাশে ছিলেন। আমি আপনাদের কাছে আমার বাবাকে গুম নামক কারাগার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। যতক্ষণ পর্যন্ত আমার বাবা ফিরে না আসবেন, আমি এবং আমার মা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় করলে এই ওয়ার্ডের এলাকার অবহেলিত বঞ্চিত মানুষ উন্নয়নে কাজ করে যাবো। বিজ্ঞপ্তি
বিশ্বনাথে ওয়ার্ড বিএনপি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণবের মতবিনিময়

কমেন্ট