সিলেটে শুরু হয়েছে বিভিন্ন দেশের অংশগ্রহনে ৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ-২০২৫। মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে সিলেট নগরীর সুবিবাজারস্থ খান প্যালেস কনভেনশন হলে সোমবার (৬ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বাণিজ্য মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ. পাকিস্তান. ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাণিজ্যমেলায় অংশগ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। তিনি বলেন, সিলেট নগরের যানজট, ভাড়া নৈরাজ্য তাই, ছিনতাই, হোটেল বুকিং সমস্যার সমাধান করতে পারলে সিলেটে পর্যটনের ঢল নামবে, এতে সিলেটের অর্থনৈতিক চাকা সচল থাকবে। দেশে যত বেশি শিল্পায়ন হবে তত বেশি অনাচার কমবে। বিদেশে অবস্থানরত সিলেটের মানুষ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে থাকেন। এ সকল অর্থ অনুন্নত খাতে ব্যয় করা হয়। টাকা ব্যাংকে ফেলে না রেখে যদি শিল্প কারখানা তৈরি করা হয় এবং জনগণের কল্যাণে ব্যয় করা হয়, তাহলে সিলেটে কর্মসংস্থানের পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন হবে। তিনি সিলেটকে শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তাদের কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও পর্যটনের জন্য এই মেলা একটি যুগান্তকারী পদক্ষেপ। এই মেলার মাধ্যমে দেশি-বিদেশি উদ্যোক্তারা একই প্লাটফর্মে এসে নিজেদের পণ্য ও সেবার পরিচিতি ঘটানোর সুযোগ পাচ্ছেন। এর ফলে শুধু ব্যবসার প্রসারই নয় বরং পারস্পারিক সম্পর্ক, প্রযুক্তি বিনিময় এবং বিনিয়োগের নতুন দার উন্মোচন করবে। এই আয়োজন দেশের তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত এবং রপ্তানি শিল্পকে অনেক দূও এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, কাশ্মীর হতে আগত ব্যবসায়ী মিরাজ কাশ্মীর। অনুষ্টান সঞ্চালনায় করেন জান্নাতুল নাজনীন আশা। এসময় সিনিয়র মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, তানভীর আহমেদ ম্যানেজারসহ ব্যবসায়ী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সিলেটে শুরু হয়েছে মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে ৪র্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

কমেন্ট