বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর দলের প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবে।
তিনি বলেন, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের বিএনপির ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব। এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের সহায়ক।
তিনি সোমবার (৬ অক্টোবর) ১৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তোপখানা, কাজির বাজার, মোগলটুলা ও তালতলা এলাকার পাড়া কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব।
আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান সুহেল, মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সহ-সভাপতি ইকবাল হাসান, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সহসভাপতি মুহিবুল আলম, ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, আব্দুর রহমান, নাজির হোসেন ভূট্রো, মো. হেলাল মিয়া, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি