শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: আলহাজ্ব মো. নিজাম উদ্দিন

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নিজাম উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বড় অর্জন। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রাব্বি হোসেন এবং সুমি আক্তার পুতুল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী খানম, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, জালাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ইয়াছিন আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন অদ্রিতা চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. তুহিন হোসেন ডালিম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. ইবনুল আকাশ বক্স, মো. রুবেল আহমদ, সাকিবুর রহমান সোয়েব, রাশিদুল ইসলাম রাব্বি, জাকির হোসেন, তাহিন ইবান, রোহান মিয়া, শাহরিয়ার আহমদ ইমন, আব্দুল আল মামুন, সাথি আক্তার, নুরুন্নাহার নাদিয়া, সামিরা আক্তার, নীলিমা চৌধুরী, মেহেরুন নেছা ইশরা, শ্রাবণী জান্নাত, তাওহিদা আক্তার, নুরজাহান বেগম মুন্নী, তানজিনা আক্তার কলি, বিথি খানম প্রমুখ।
অনুষ্ঠান শেষে সিলেট অনুপ্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, রাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *