নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে : বদরুজ্জামান সেলিম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে আবার ফ্যাসিবাদের উৎপত্তি হবে। নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করা, বিলম্বিত এবং বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ সালাহউদ্দিন আহমদের। তিনি বলেন, বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে ফ্যাসিবাদের উৎপত্তি হবে আবার।

তিনি শনিবার (৪ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের বিভিন্নস্থানে ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে একথাগুলো বলেন।
এসময় ৫নং আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ উল্লাহ, সাবেক সভাপতি জমির উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজির উদ্দিন, অভিবক্ত আলীরগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মখলিছুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি বিলাল হোসেন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মইনুল ইসলাম, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *