বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর আনুল পরিবর্তন হয়েছিল। তিনি জনশক্তি রপ্তানি ও পোশাক শিল্পকে প্রতিষ্ঠিত করেছিলেন। কৃষকদের জন্য খাল খনন কর্মসূচি করে জমিকে উর্বর করেছিলেন। বিগত বিএনপি সরকারের সময়ে আমাদের নেতা তারেক রহমান কলম বীজ প্রকল্প শুরু করেছিলেন, পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়, আমরা তা চালু করার চেষ্টা করব। আমাদের দেচকে খাদ্যে সয়ংসম্পন্ন হওয়ার জন্য গৃহপালিত পশুদের বিকাশ ঘটাতে হবে। অনেক সময় দেখা যায় ছেট্ট একটা ভ্যাকসিনের জন্য গবাদি পশু মারা যায়, কৃমির ঔষধ খাওয়ালে দুধ বৃদ্ধি পায়, আমরা হয় তো তা জানিনা। এখন গরু আর আমদানি হয়না, আমরা এক সময় বিদেশে মাংস রপ্তানি করতে পারব। আমাদের সারের সমস্যা রয়েছে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সারের দাম কমানোর চেষ্টা করা হবে। আমাদের মনে রাখতে হবে, গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই মানুষকে উদ্বুদ্ধ করে কৃষি ক্ষেত্রের বিপ্লব ঘঠাতে হবে, তবেই সত্যিকারার্থে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে।
শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প এবং ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করে বলেন, মিফতাহ্ সিদ্দিকী এই এলাকার দায়িত্ব পেলে এই অঞ্চলের বৈপ্লবিক পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
কৃষিবিদ ডা. মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে ও কৃষিবিদ মো. বয়জার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নর্থইস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মোহাম্মদ ইকবাল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর জসিম উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য আব্দুর রহমান নুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, যে কাজটি রাষ্ট্রীয় ভাবে করার কথা ছিল সেই কাজটি জিয়াউর রহমান ফাউন্ডেশন করছে। শুধুমাত্র শিল্পকারখানাই জিডিপি উন্নতির মুল চাবিকাঠি নয়, সমাজের প্রতিটি মানুষের উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আর্থমনবতার সেবায় কাজ করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিলেটের কৃতিসন্তান ডা. জুবাইদা রহমানের সরাসরি তত্বাবধানে সারাদেশে কাজ চলছে। বিএনপি প্রতিটি ঘরকে সাবলম্বী করে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে চায়। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবার দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছে। এতো জুলুম নির্যাতনের পরও বিএনপি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে উন্নয়ন, উৎপাদন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষকে বিজয়ী করলে দেশ কাঙ্খিত উন্নয়নের লক্ষে পৌঁছবে। ধানের শীষে ভোট দিলে মানুষ সাবলম্বী হলে দেশ স্বনির্ভর হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকশিস সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ডা. হারুন-আর-রশিদ, ডা. মোজাম্মেল হক খান সোহেল, ডা. নাজমুল হোসেন, কৃষিবিদ আনোয়ার হোসেন, ডা. সানউল হোসেন সনি, শফিউল আলম দিদার, নাজমুল হোসেন, রিপন আহমদ, সোহেল আহমদ, হারুনুর রশীদ, বিএনপির কেন্দ্রীয় নেতা সুমন আহমদ, কৃষিবিদ মহসিন আহমদ ও কৃষিবিদ মুন্না প্রমূখ।
উল্লেখ্য, অনুষ্টানে ১ হাজার গবাদিপশুকে এফএমডি ভ্যাকসিন, এলএসডি, পিপিআর, ফাউল কলেরা ভ্যাকসিন ও ফ্রী ঔষধ, ৩৫০ জন কৃষককে সেচ কিট দেয়া হয় এবং ২ হাজার ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।