সিলেট মহানগর বিএনপি’র সাবেক আহবায়ক ও সিসিকের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, প্রবাসে থেকেও জাতীয়তাবাদী নেতাকর্মীরা স্বৈরাচার হাসিনার পতনে অনন্য ভ‚মিকা রেখেছেন। তারা শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাÐ ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরব ছিলেন এবং বিদেশের নানা শহরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে হাসিনার ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়েছিল।
বুধবার (১ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সলেমান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরের সহ-সভাপতি তারেক আহমেদ সাদেক এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বদরুজ্জামান সেলিম বলেন, ১৭ বছরের দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিস্ট হাসিনার অপশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে দেশের আপামর জনসাধারণের পাশাপাশি প্রবাসীদের ভূমিকা ছিল অনস্বীকার্য। পরিবর্তিত এই বাংলাদেশকে গড়ে তুলতে তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ । তারেক রহমানের নেতৃত্বের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, আমাগী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। ক্ষমতায় আসলে প্রাণপ্রিয় নেতা তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে বাংলাদেশকে গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশে দেশের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে।
সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নিগার সুলতানা ডেইজি, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, তারেক আহমদ সাদেক, মকবুল হোসাইন, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, তফজ্জুল হোসেন, ফখর উদ্দিন, নুরুল ইসলাম, মো. মাহমদ হোসেন রাসেল, ইকবাল আহমদ, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক সৈয়দ নুমানুর রশিদ, শাকিল আহমদ, তাহের আলী সুমন, শফিকুল ইসলাম রাসেল, শহীদ আহমদ, মো. আনহার আলী তালুকদার, উসমান গণি কাচন, শামীম আহমদ ও হুমায়ুন রশিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, পল্লী উন্নয়ন সম্পাদক সেবুল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা বেগম, প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, সহ-প্রচার সম্পাদক বুলবুল আহমদ, সহ-অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সমাজসেবা সম্পাদক শহিদুল ইসলাম রাজিব, সহ-শিল্প সম্পাদক মো. লুৎফুর রহমান, সহ-স্বনির্ভর সম্পাদক সিহাব উদ্দিন স্বপন, সহ-কৃষি সম্পাদক আনিসুল ইসলাম মিলন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিলেট মহানগর কৃষকদলের সহ-সভাপতি তারেক আহমেদ সাদেকের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন অতিথিবৃন্দ।
প্রবাসে থেকেও জাতীয়তাবাদী নেতাকর্মীরা হাসিনার পতনে অনন্য ভূমিকা রেখেছেন: আব্দুল কাইয়ুম জালালী পংকী

কমেন্ট