শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ২য় দিনের মত বুধবার (১ অক্টোবর) সিলেট নগরীর ও সদরের বিভিন্ন পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান তিনি।
এসময় তিনি বলেন, আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য।
তিনি বলেন, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ব। এই আনন্দময় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্মবর্ণ নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে আবারো আমার এবং আমাদের দল অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল-বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। আমি এবারের শারদীয় দূর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
নগরীর দাঁড়িয়াপারাস্থ চৈতালী সংঘ, রাজবাড়ি ও বাগবাড়ি পুজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, মদন মোহন কর্মকার, চিন্ময় কান্তি রায়, মিহির কান্তি দাস, বীরেশ মল্লিক, বিশ্বজিং দেব প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ সকল পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিজ্ঞপ্তি