সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের শাখা সভাপতি শামীম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবুল বাশার, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম মিন্টু, আব্দুর রহমান, সুলাইমান আহমদ, বাবুল মিয়া, হাবিবুর রহমান, আব্দুস সোবহান, রায়হান তালুকদার, মনিরুজ্জামান, তাজুল ইসলাম, জিতু মিয়া, এখলাছুর রহমান, আব্দুল কুদ্দুছ, শহিদুল ইসলাম, আজিজুর রহমান, শহিদ বকছ, মোবারক আলী, বাহার উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।
শ্রমিক সমাবেশে বক্তারা সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবী মেনে নেওয়ার জোর দাবী জানিয়ে বলেন, ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক নগরীতে চলাচল বন্ধ হওয়ার কারণে মালিক-শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তাদের উপার্জনের একমাত্র বাহন বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা হতাশার মধ্যে রয়েছেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় অবাধে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও শুধুমাত্র সিলেটে চলতে দেওয়া হচ্ছে না। এতে হাজার হাজার মালিক-শ্রমিকদের সাথে অবিচার ও বৈষম্য করা হচ্ছে। বক্তারা ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানান। বিজ্ঞপ্তি
রোড পারমিটের দাবিতে দক্ষিণ সুরমায় মালিক-শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

কমেন্ট