সিলেটে কওমি কনফারেন্স ২ অক্টোবর

আগামীকাল ২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কিন ব্রিজ সংলগ্ন সারদা হলে অনুষ্ঠিত হবে ‘‘কওমি কনফারেন্স ২০২৫’’। 
সম্মিলিত কওমি ফোরামের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে আধুনিক বিশ্বে কওমি শিক্ষার চ্যালেঞ্জ, গবেষণা ও পেশাগত দক্ষতা, জাতীয় অঙ্গনে শিক্ষার্থীদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।
সভাপতিত্ব করবেন মাওলানা আহমদ কবীর খলীল।
তরুণ বক্তা, আলেম-উলামা, সাহিত্যিক ও গবেষকরা এতে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে ইসলামী সংগীত, কওমি ইতিহাস প্রদর্শনী, বইমেলা ও স্মারক সংকলন প্রকাশ থাকবে।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *