একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে দেশের প্রতি সবচেয়ে প্রতিশ্রুতিশীল দল। দেশ ও মানুষের উন্নতি ও প্রগতির লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দিয়ে বাংলাদেশ একটি সমৃদ্ধ, সুখী, স্বনির্ভর দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী নয়াগ্রাম ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়সল আহমদ চৌধুরী। ফয়সল চৌধুরী আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের সবচেয়ে বেশি নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন। তাদের এই ত্যাগ বৃথা যাবে না।
তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের নামে তারা হরিলুট করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। সিলেট-জকিগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রেজাউল হক রনির পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, কফিল উদ্দিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এলাকার প্রবীন মুরব্বি আরবাব আহমেদ চৌধুরী, আব্দুল মুহিত ,ছেরাগ উদ্দিন, ইসমাইল উদ্দিন স্বপন আহমেদ, মনাই আহমেদ, মুছলিম উদ্দিন মুছা, আলাউদ্দিন আহমেদ, ফলিক উদ্দিন, আমরুজ মিয়া, ছইদ আলী, আফতাব আলী, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাএ দলের আহবায়ক তানজিম আহাদ,সদও ইউনিয়ন ছাএদলের সভাপতি মারজান আহমদ প্রমুখ
এছাড়াও গোলাপগঞ্জের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং পৌর বিভিন্ন ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।


