হাড় ভাঙা খাটুনি দিয়ে
গড়েছি কত শত ভবিষ্যতের
জীবনমুখী রঙমহল।
আজ কেবলই বিফলতার
চাদরে মোড়া নিষ্ফলা ফল,
কতদিন দেখিতে পাইনি,
সফলতার সুধামাখা
রাশি রাশি অমৃত ফল।
আজ অনেক যুগ প্রায়,
হাটিয়াছি শততায়, নম্রতায়,
বহু ক্রোশ দুর হতে দুরে—
তবুও পারিনি হায়!
পৌঁছিতে— সফলতার সীমারেখায়।
তবু,শততার সফলতায়,
পেয়েছি এপার-ওপার,
শোকের মাঝে সুখ,
শততার অমৃতময় সুফল,
মা-বাবার চরণতল।
–গৌরীশ দাস–
কাছাড়,আসাম (ভারত)
কমেন্ট